
৳ ৬০০ ৳ ৪৫০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





বহুমুখী প্রতিভার অধিকারী সব্যসাচী লেখক ও প্রখ্যাত নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিনের ফিকশনধর্মী আত্মজৈবনিক উপন্যাস ‘দূরের নক্ষত্র’। চেতনাপ্রবাহ রীতিতে তিনি মানবজীবনের আশা-আকাক্সক্ষা, স্বপ্ন-সম্ভাবনা, সংগ্রাম-ব্যর্থতা ও আনন্দ-বেদনার ছবি এঁকেছেন সুনিপুণ হাতে। সমাজচিন্তক অভিজ্ঞ এ লেখক কয়েকটি চেনা চরিত্রের মাধ্যমে বিগত শতকের শেষ দশকের এক বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন।
উপন্যাসের প্রধান চরিত্র সাকিব। লেখকের মতোই অসামান্য প্রতিভার অধিকারী সাকিব শুধু লেখাপড়ায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে নি; বরং তার উন্নত চিন্তা-চেতনা ও কর্মকৌশলের মাধ্যমে কল্যাণমুখী সমাজ বিনির্মাণের স্বপ্ন জাগিয়ে তুলেছে। যারাই তার সাথে মিশেছে তারা মাটি থেকে সোনা হয়েছে। কৈশোরে নক্ষত্র নামে এক কিশোরীর প্রেমে পড়ে সাকিব। পরিশীলিত ও মার্জিত এই প্রেম এক সময় বিরহ ডেকে আনে। তাতে সে বিচলিত হলেও বিপথগামী হয় নি; বরং ঐশী প্রেমের এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যে তার সেই প্রেম এক অনন্য মহিমায় উদ্ভাসিত হয়েছে। নতুন প্রজন্ম এই উপন্যাস পাঠে লেখাপড়ায় যেমন উদ্যমী হয়ে উঠবে তেমনি তাদের উন্নত চরিত্র গঠনেও সহায়ক হবে। উপন্যাসের প্রধান চরিত্র সাকিবের শৈশব-কৈশোর থেকে তার বিশ্ববিদ্যালয় জীবন মূর্ত হয়ে উঠেছে এখানে।
Title | : | দূরের নক্ষত্র |
Author | : | মোঃ জেহাদ উদ্দিন |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789849987260 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 220 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোঃ জেহাদ উদ্দিন ১৯৭৭ সালের ১লা জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আনোয়ার হোসেন এবং মাতা জাহেদা খাতুন। মোঃ জেহাদ উদ্দিন ১৯৯১ সালে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগের সম্মিলিত মেধা তালিকায় প্রথম এবং ১৯৯৩ সালে ঢাকা বোর্ডে দশম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম (প্রথম শ্রেণি) ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হন। মোঃ জোহাদ উদ্দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএবি)-এর খণ্ডকালীন শিক্ষক। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস (কর) একাডেমি, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিএস (প্রশাসন) একাডেমি, পুলিশ স্টাফ কলেজ-সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে রিসোর্স পার্সন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তিনি পরীক্ষক। বর্তমানে সরকারের উপসচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- যেভাবে প্রথম হই, নিশি-প্রভাতের কবি, নজরুল : সাম্যে প্রেমে দ্রোহে, পলাশী ট্র্যাজেডির ইতিবৃত্ত, নিখিলের চির সুন্দর, ইতিহাসের গল্প, প্রত্যক্ষ কর আইন পরিচিতি, Income Tax Law of Bangladesh, কবিতার মাহফিল, একদিন চলে যাব, নবিজি।
If you found any incorrect information please report us